• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

নীলফামারীতে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২০  

নীলফামারীর ডিমলায় করোনা ভাইরাস পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। 

মঙ্গলবার সন্ধায় উপজেলার খালিশা চাপানী ইউনিয়ন পরিষদ হলরুমে পল্লীশ্রী নীলফামারীর আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ইউনিয়নের ১০৩ জন নারী সুবিধাভোগীদের মাঝে তৃতীয় ধাপে সাড়ে ৭ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

অনুষ্ঠানে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়, পল্লীশ্রী দিনাজপুরের নির্বাহী পরিচালক শামিম আরা বেগম, প্রোগ্রাম ম্যানেজার সেলিম রেজা, মানুষের জন্য ফাউন্ডেশনের সমন্বয়কারী শামিম আরা পপি, পল্লীশ্রী ডিমলা উপজেলা সমন্বয়কারী পুরাচ চন্দ্র বর্মন ও খালিশা চাপানী ইউপি চেয়ারম্যান আতাউড় রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।