• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

নীলফামারীতে প্যারিস চুক্তি বাস্তবায়ন নিশ্চিতের দাবিতে মানবন্ধন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৯  

প্যারিস চুক্তি বাস্তবায়নে প্রতিশ্রুত জলবায়ু অর্থায়নে দৃশ্যমান অগ্রগতি ও স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে নীলফামারীতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার(২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের চৌরঙ্গীমোড়ে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। টিআইবির সচেতন নাগরিক কমিটি (সনাক) আয়োজনে করে কর্মসূচির। 

শেষে সংক্ষিপ্ত সমাবেশে সনাকের সহ-সভাপতি আকতারুল আলম রাজুর সভাপতিত্বে বক্তৃতা দেন সদস্য প্রহলাদ চন্দ্র দাস, নাসিমা বেগম, গোলাম মোস্তফা, আফরোজা বিনতে আজিজ গ্লোরী, টিআইবির এলাকা ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান, টিআইবির ইয়েস গ্রুপের দলনেতা জাহিদুল ইসলম, স্বজন সদস্য ফেজিয়া ইয়াসমিন জলি প্রমুখ। উক্ত মানববন্ধনে কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ এবং নীলফামারী সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।