• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

নীলফামারীতে বন্যা সহনশীল কার্যক্রম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২০  

নীলফামারীতে সমন্বিত বন্যা সহনশীল কার্যক্রমের আওতায় শিখন ও মতামত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার(২৮ ডিসেম্বর/২০২০) সকাল ১০টা থেকে বেসরকারী সংস্থা আরডিআরএস মিলনায়তনে রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিট’এর আয়োজনে দিনব্যাপী ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। 

কর্মশালার জেলা পরিষদের চেয়ারম্যান ও রেডক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের সভাপতিত্বে বক্তৃতা দেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আজাহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর দপ্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম, রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের সাধারণ সম্পাদক হাসিনা আহমেদ, নির্বাহী সদস্য ডা. মুজিবুল হাসান চৌধুরী শাহীন, প্রকৌশলী এসএম সফিকুল আলম ডাবলু, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটর জীবন-জীবিকা সমন্বয়কারী কামরুল ইসলাম, ইউনিট লেভেল কর্মকর্তা ফজলুল করিম প্রমুখ।

কর্মশালায় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, প্রকল্পের উপকারভোগি ও সুধি সমাজের প্রতিনিধিসহ ৬০ জন অংশগ্রহন করেন।