• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

নীলফামারীতে সীমান্ত টহলে যুক্ত হলো অল টেরেইন ভেহিক্যাল

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২০  

সীমান্তে  দ্রুত ও কার্যকর টহল পরিচালনার জন্য নীলফামারী ৫৬ বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) যুক্ত হয়েছে অল টেরেইন ভেহিক্যাল (এটিভি)। আন্তঃ সীমান্ত অপরাধ দমন, প্রতিবেশী দেশ থেকে অস্ত্র, বিস্ফোরক, ইয়াবাসহ বিভিন্ন মাদকের চোরাচালান এবং মানবপাচার প্রতিরোধে এই ভেহিক্যাল যুক্ত করা হয়েছে। 

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় ৫৬ বিজিবির নীলফামারী ব্যাটালিয়ানের পরিচালক ও অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মামুনুল হক জানান, নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর দায়িত্বপূর্ণ ১৪৭.৯১৮ কিঃ মিঃ সীমান্ত এলাকার মধ্যে অধিকতর দূর্গম এবং স্পর্শকাতর এলাকায় দ্রুত ও কার্যকরভাবে টহল পরিচালনার মাধ্যমে সীমান্ত অপরাধ হ্রাস করার লক্ষ্যে বড়শশী বিওপিতে ২টি “অল টেরেইন ভেহিক্যাল” ব্যবহারের মাধ্যমে সীমান্ত সুরক্ষা শুরু হয়েছে। 

তিনি জানান, অল টেরেইন ভেহিক্যাল (এটিভি) সমূহ কর্দমাক্ত সরু রাস্তা, বালুময় চরাঞ্চল, খাল-বিলসহ বিভিন্ন জলাশয়, পাহাড়ি খাড়া রাস্তা এবং যেকোন দূর্গম রাস্তায় চলাচলের জন্য খুবই উপযুক্ত। এছাড়াও ওজনে হালকা হবার কারণে বিশেষ অভিযানিক অপারেশন পরিচালনার ক্ষেত্রে বর্ণিত এটিভি গুলো হেলিকপ্টারের মাধ্যমে নির্ধারিত স্থানে হেলিড্রপ করা সম্ভব। 

বিজিবির এই সক্ষমতা আন্তঃসীমান্ত অপরাধ দমনে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি সীমান্ত হত্যা হ্রাসেও কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করেন তিনি।