• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

নীলফামারীতে সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ শীর্ষক কর্মশালা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২০  

নীলফামারীর কিশোরগঞ্জে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উদ্যোগে সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ শীর্ষক অনলাইন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্লাটফরমস ফর ডায়লগ প্রকল্পের আওতায় শুক্রবার সকাল ৯টায় প্রিন্ট ও ইলেকটনিক্স মিডিয়ার ২৫জন সাংবাদিক অনলাইনে এ কর্মশালায় অংশগ্রহণ করেন। দুই দিন ব্যাপি এ কর্মশালার উদ্বোধন করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক এনডিসি শাহিন ইসলাম। 

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী ও আর্মেনিয়া থেকে প্রকল্প টিম লিডার আর্সেন স্টেফেনিয়ন যুক্ত হন। 

সঞ্চলনায় ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক প্রশাসন ও উন্নয়ন মঞ্জুরুল আলম, ব্যবস্থপনায় উপ-পরিচালক আবুজার গাফফারী, ল্যাপোর্টিয়ার হিসেবে সহকারী পরিচালক মাসুদ মনোয়ার ভুঁইয়া, সমন্বয়ক আবদুল মান্নান, গণসংযোগ কর্মকর্তা হিসেবে আবদুল হান্নান ও কম্পিউটার অপারেটর আবুল কালাম অনলাইনে দায়িত্ব পালন করেন। 

ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করণ ও সরকারি কর্মকাণ্ডে জবাবদিহিতা নিশ্চিতকরণ প্রকল্পের উদ্দেশ্য। জাতীয় শুদ্ধাচার কৌশল, তথ্য অধিকার, সেবাপ্রদান প্রতিশ্রুতি, অভিযোগ প্রতিকার ব্যবস্থা ও বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সম্পর্কে গণমাধ্যম কর্মীগণ যাতে জনগণকে তাদের অধিকার সম্বন্ধে সচেতন করতে পারেন।