• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

নীলফামারীর ১২ দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৮ মে ২০১৯  

নীলফামারী জেলার ১২ দরিদ্র মেধাবী শিক্ষার্থীর মধ্যে এককালীন শিক্ষা বৃত্তি দিয়েছে আরডিআরএস বাংলাদেশ নীলফামারী ইউনিট। 

সোমবার (২৭ মে) বেলা ১১টায় নীলফামারী পৌর শহরের বাড়াইপাড়ায় সংস্থার নিজস্ব কার্যালয়ে এবার এসএসসি পাস করেছে এমন দরিদ্র শিক্ষার্থীদের হাতে শিক্ষা বৃত্তির চেক তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম। এসময় প্রত্যেক শিক্ষার্থীকে ১২ হাজার টাকা করে মোট এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা দেওয়া হয়। 

আরডিআরএস বাংলাদেশ এর রংপুর প্রধান অফিসের সিনিয়র জোনাল কো-অর্ডিনেটর (ক্ষুদ্র ঋণ) আখতারুজ্জামানের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরডিআরএস বাংলাদেশ নীলফামারী ইউনিটের সিনিয়র রিজিওনাল ম্যানেজার (ক্ষুদ্র ঋণ) গোলাম মোস্তফা, ইসিএমএই প্রকল্পের সমন্বয়কারী খন্দকার আবুতাহের মোঃ সিদ্দিকুর রহমান, স্কুল ফিডিং প্রকল্পের সমন্বয়কারী আনন্দ কুমার পাল, ঊর্ধ্বতন সামাজিক উন্নয়ন কর্মকর্তা সুমিত্র কুমার সরকার। 

উল্লেখ্য, ২০১৪ সাল হতে ২০১৯ সাল এ পর্যন্ত পিকেএসএফ ও আরডিআরএস এর অর্থায়নে ১২৪ জন অতিদরিদ্র সদস্য সন্তানদের মাঝে এ পর্যন্ত মোট ১৫ লাখ বত্রিশ হাজার টাকার চেক প্রদান করা হয়।