• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পঞ্চগড়-নীলফামারী সীমান্তে বিজিবি’র টহল জোরদার

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০১৯  

আসামের প্রকৃত নাগরিকদের নামের তালিকা (এনআরসি) প্রকাশ করা হয়েছে। ওই তালিকায় চূড়ান্ত ঠাঁই হয়েছে তিন কোটি ১১ লাখ লোকের। এই তালিকা থেকে বাদ পড়েছে ১৯ লাখের বেশি মানুষ।

আসামের এনআরসি নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল। গেল শনিবার সকাল ১০টায় অনলাইনে তালিকা প্রকাশ করা হয়। তালিকা প্রকাশের পর ১৯ লাখ ছয় হাজার মানুষের ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়ে গেছে।

এদিকে অনুপ্রবেশ ঠেকাতে নীলফামারী থেকে পঞ্চগড় পর্যন্ত ১৫১ কিলোমিটার সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

৫৬ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মিজানুর রহমান খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সীমান্ত এলাকার নিরাপত্তা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছিলেন, প্রতিটি দেশ তার বর্ডারে নিরাপত্তা জোরদার রাখে। আমরাও নিরাপত্তা জোরদার করছি।