• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ নভেম্বর ২০১৯  

দেশের সর্ব উত্তরের সীমান্ত হিমালয় কন্যা প্রান্তিক জেলা পঞ্চগড়। বর্তমানে এই জেলায় শীতের প্রকোপ শুরু হতে চলেছে। সকালে ঠান্ডার প্রকোপ অনুভব হলেও দিনের বেলা গরম আবহাওয়া থাকে। কিন্তু রাতে শীতের প্রকোপ বাড়তে থাকে।

পঞ্চগড় জেলার একমাত্র আবহাওয়া অফিস তেতুলিয়া উপজেলার সূত্রে জানা যায়, সারাদেশের মধ্যে গতকাল বৃহষ্পতিবার তেতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা ছিল ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। শীতের মৌসুমের এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করে আবহাওয়া অফিস।

উপজেলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম তিনি জানান, তেতুলিয়া আবহাওয়া অফিসে গতকাল বৃহষ্পতিবার সকাল ৮টার সময় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা ছিল ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত বুধবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তা ছিল ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

তিনি আরো জানান, ডিসেম্বরের মাঝামাঝি পুরোপুরি শীত নামতে পারে এ অঞ্চলে।