• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পঞ্চগড়ের ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে তাপমাত্রা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২০  

গত কয়েকদিন ধরে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। তাপমাত্রার এই ওঠানামায় শীতের দাপট অনেকটা বৃদ্ধি পেয়েছে। দিনের বেলা তাপমাত্রা কিছুটা বেশি থাকলেও সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত থাকছে শীতের দাপট। উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, চড়ম বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষেরা।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) তেঁতুলিয়ায় সকাল ৯টায় আবারও দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এদিকে তাপমাত্রা কমে এলেও সকাল থেকেই দেখা মিলেছে সূর্যের।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রহিদুল ইসলাম জানান, গত কয়েকদিন থেকে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা ওঠানামা করেছে। আজ মঙ্গলবার সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।