• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

পার্বতীপুরে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ডিসির সহায়তা প্রদান

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ মে ২০২০  

দিনাজপুরের পার্বতীপুরে ঝড়ে ক্ষতিগ্রস্থ ৫ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও অর্থ বিতরন করা হয়েছে। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন উদ্যোগে সোমবার বিকেল সাড়ে ৫টায় ধাপেরবাজার পার্বতীপর-ফুলবাড়ী মহাসড়কে পাশে সামাজিক দূরত্ব রেখে ঝড়ে ইউসুফপুর, শেরপুর, রামপুর, মধ্যপাড়া, তেলিপাড়া, ধাপেরবাজার, দুপিপুকুর, রামভাদ্রপুর, টুনিয়ারা এলাকার ক্ষতিগ্রস্থ ৬ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরন করেন দিনাজপুর জেলা প্রশাসক (ডিসি) মোঃ মাহমুদুল আলম।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু সালেহ মোঃ মাহফুজুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শরিফুল ইসলাম, পার্বতীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক, উপজেলা নির্বাহী অফিসার শাহনাজ মিথুন মুন্নী, সহকারি কমিশনার (ভূমি) আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান ও ভাইস চেয়ারম্যান আমিরুল মোমিনীন মোমিন প্রমূখ।
 
সোমবার রাতে পার্বতীপুরে করোনা পরিস্থিতিতে ঘর্ণিঝড়ের তান্ডবে ৬ শতাধিক বসতবাড়ী লন্ডভন্ড, দোকান-পাট, আম, ভুট্টাসহ সবজীর ব‍্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে প্রায় ৩ শতাধিক বিভিন্ন প্রজাতির গাছ উপড়ে গেছে। এরিপোর্ট লেখা পর্যন্ত বিদ্যুৎবিহীন পার্বতীপুর শহরসহ ক্ষতিগ্রস্ত এলাকা সমুহ রয়েছে।