• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পুলিশ সুপার থেকে অতিরিক্ত ডিআইজি হলেন ২০ কর্মকর্তা

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১৯ আগস্ট ২০১৯  

পুলিশ সুপার পদমর্যাদার বাংলাদেশ পুলিশের ২০ কর্মকর্তাকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি দিয়ে পদায়ন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখা-১ এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পদোন্নতির এই আদেশ দেয়া হয়।

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত ২০ পুলিশ কর্মকর্তা হলেন- নৌ পুলিশ ঢাকার অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে) মো. হাবিবুর রহমান, রাজশাহী মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার তানভীর হায়দার চৌধুরী, খুলনা মহানগর পুলিশের  উপ-পুলিশ কমিশনার এসএম ফজলুর রহমান, পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ মহাপরিদর্শক মো. কামরুল আহসান, এসবির বিশেষ পুলিশ সুপার প্রলয় চিসিম, এসবির বিশেষ পুলিশ সুপার এসএম আইনুল বারী, বরিশাল মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার হাবিবুর রহমান খান, পিবিআই’র পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ, নওগাঁ জেলার পুলিশ সুপার মো. ইকবাল হোসেন, শিল্পাঞ্চল পুলিশ ঢাকার পুলিশ সুপার মো. গোলাম রউফ খান, টিএন্ডআইএম ঢাকার পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ মহাপরিদর্শক শামীমা বেগম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সালমা বেগম, ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র উপ-পলিশ কমিশনার মিরাজ উদ্দিন আহম্মেদ,নৌ পুলিশ ঢাকার পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ, ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান,টিএন্ডআইএম ঢাকার পুলিশ সুপার মোহাম্মদ তবারক উল্লাহ, সিআইডি ঢাকার পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার এস,এম, মোস্তাক আহমেদ খান ও চাঁদপুর জেলার পুলিশ সুপার জিহাদুল কবির।

অন্য আরেকটি প্রজ্ঞাপনে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ২০ কর্মকর্তাদের জনস্বার্থে বিভিন্ন স্থানে বদলি বা পদায়ন করা হয়েছে।