• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

পেঁয়াজ চাষে ঝুঁকছেন রৌমারী উপজেলার চরাঞ্চলের কৃষকরা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২১  

বাজারে পেঁয়াজের ব্যাপক চাহিদা ও মূল্য বেশি থাকায় কুড়িগ্রামের রৌমারী উপজেলার ব্রহ্মপুত্র নদের পূর্বপাড় চরাঞ্চলে এবার পেঁয়াজের চাষ বেড়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের আশা কৃষকের।

খেদাইমারী গ্রামের কৃষক জসিম উদ্দিন বলেন, আমি দুই একর জায়গায় পেঁঁয়াজ চাষ করেছি। আমার একরপ্রতি খরচ হয়েছে ১২ হাজার টাকা থেকে ১৫ হাজার টাকা। এক একর জমিতে ফলন হবে ৮০-৯০ মণ। বাজারে এক মণ পেঁয়াজ ১ হাজার ৬০০ টাকা বিক্রি করা যাবে। এক একর পেঁয়াজ বিক্রি করে লাভ হবে প্রায় ৫০ হাজার টাকা।

ফুলুয়ারচর গ্রামের হায়দার আলী, কুটিরচর গ্রামের নবীন আলী, রহিম বাদশা বলেন, বাজারে পেঁয়াজের দাম ভালো হওয়ায় চরের অনেক জমিতে এর চাষ করেছি আমরা ও এলাকার অনেক কৃষক। চরাঞ্চলে হাজার হাজার একর জমি পতিত অবস্থায় পড়ে আছে, টাকার অভাবে চাষাবাদ করতে পারছে না অতিদরিদ্র কৃষকরা।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহরিয়ার হোসেন বলেন, রৌমারী উপজেলায় ২১০ হেক্টর চরাঞ্চল আছে এর মধ্যে ১০০ হেক্টর চরাঞ্চলের জমি চাষাবাদ হচ্ছে। বাকি চরাঞ্চলের পতিত জমি চাষাবাদের জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। বাণিজ্যিকভাবে পেঁয়াজ চাষের উদ্যোগ নিলে বদলে যেতে পারে চরাঞ্চলের দরিদ্র কৃষকের ভাগ্য।