• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

প্রখ্যাত অভিনেতা রবার্ট ফরস্টার মারা গেছেন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৯  

বর্ষীয়ান অভিনেতা রবার্ট ফরস্টার শুক্রবার লস অ্যাঞ্জেলেসে মারা গেছেন। ৭৮ বছর বয়সী ফরস্টার দীর্ঘদিন ব্রেইন ক্যান্সারে ভুগছিলেন।

কুয়েন্টিন টারান্টিনোর ‘জ্যাকি ব্রাউন’ (১৯৯৭) সিনেমায় অনবদ্য অভিনয়ের সুবাদে সেরা সহযোগী অভিনেতা হিসেবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন লাভ করেন। সিনেমাটিতে ম্যাক্স চেরি চরিত্রে তিনি অভিনয় করেন।

এ পর্যন্ত একশ’র বেশি সিনেমায় অভিনয় করেছেন রবার্ট ফরস্টার। তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে- রিফ্লেকশনস ইন অ্যা গোল্ডেন আই (১৯৬৭), দ্য ব্লাক হোল (১৯৭৯), অ্যালিগেটর (১৯৮০), মি মাইসেল্ফ অ্যান্ড আইরিন (২০০০), মালহল্যান্ড ড্রাইভ (২০০১), দ্য ডিসেনড্যান্টস (২০১১), অলিম্পাস হ্যাজ ফলেন (২০১৩), লন্ডন হ্যাজ ফলেন (২০১৬), হোয়াট দে হ্যাড (২০১৮) এবং এল ক্যামিনো: অ্যা ব্রেকিং ব্যাড মুভি (২০১৯) অন্যতম।