• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা ক্ষেত্রে এনেছেন বৈপ্লবিক পরিবর্তন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৯  

জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছেন। শিক্ষার গুনগত মান বাড়াতে সকল প্রকার পদক্ষেপ গ্রহণ করেছেন তিনি। বাংলাদেশের শিক্ষার্থীরা যাতে বিশ্বের যে কোন দেশের শিক্ষার্থীদের সাথে লেখাপড়া প্রতিযোগিতায় টিকে থাকে সেই ভাবে শিক্ষা গ্রহণ করতে হবে।

শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, ক্লাশ চলাকালীন সময়ে শিক্ষকরাও যেন মোবাইল সাইলেন্ড করে ক্লাস নেন। তাহলে শ্রেণি কক্ষে লেখাপড়ার মন মানসিকতা নষ্ট হবে না। 

১৯ অক্টোবর ২০১৯ শনিবার কাহারোল জয়নন্দ ডিগ্রি কলেজ পরিদর্শনকালে এমপি গোপাল এসব কথা বলেন। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, কাহারোল থানার ওসি মো. আইয়ুব আলী, জয়নন্দ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহন চন্দ্র রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র দেব নাথ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, ডাবোর ইউনিয়নের চেয়ারম্যান সত্যেজিৎ রায়, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসিফ রেজা রুবেল প্রমূখ।

এদিকে জয়নন্দ ডিগ্রি কলেজ হলরুমে ডাবোর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় বক্তব্য রাখেন এমপি মনোরঞ্জন শীল গোপাল।