• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

প্রযুক্তি ব্যবহারে জলঢাকায় পাট চাষীদের প্রশিক্ষণ দিচ্ছে সরকার

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২১  

নীলফামারীর জলঢাকা উপজেলায় উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

“সোনালী আঁশের সোনার দেশ, মুজিব বর্ষে বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার(১৯ জানুয়ারী) দিন ব্যাপী উপজেলা পরিষদ হলরুমে শতাধিক পাটচাষীদের এই প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন করা হয়। 

জলঢাকা পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আয়োজনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান, পাট অধিদপ্তর রংপুর অঞ্চলের সহকারী পরিচালক সোলায়মান আলী, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল আউয়াল, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মীর হাসান আল বান্না, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা প্রীতম কুমার সরকার প্রমুখ। 

কর্মশালায় বলা হয়, পরিবেশ রক্ষায় উন্নত প্রযুক্তির মাধ্যমে পাট চাষের বিষয় তুলে ধরা হয়। এ ছাড়া পাট পণ্যর বিকল্প নেই বলে বেশী বেশী করে পাট চাষের আহবান জানানো হয়।

বিশেষজ্ঞগণ মনে করেন, কৃষকদের জন্য সরকারের নেয়া প্রকল্পগুলো খুবই ফলপ্রসূ। বিভিন্ন প্রকল্পের আওতায় কৃষকদের প্রশিক্ষণ দেয়ায় বাংলাদেশের কৃষকগণ যেকোন সংকট কাটিয়ে উঠতে সক্ষমতা অর্জন করেছে।