• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ফরাসি প্রেসিডেন্ট ক্ষমা না চাইলে জি-৭ এর সহায়তা নেবে না ব্রাজিল

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৯ আগস্ট ২০১৯  

ফরাসি প্রেসিডেন্ট ক্ষমা না চাইলে জি-৭ এর সহায়তা নেবে না বলে ঘোষণা দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো। আমাজনের দাবানল নিয়ন্ত্রণে জি-৭ বৈঠক থেকে প্রস্তাবিত ২০ মিলিয়ন মার্কিন ডলারের আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। খবর গার্ডিয়ানের। 

জেইর বলসোনারো জানান, 'মিথ্যাবাদী' বলে ব্যক্তিগতভাবে আক্রমণের জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে ক্ষমা চাইতে হবে।ব্রাজিলের ৯টি রাজ্যের গভর্নরের সম্মেলনে তিনি আরও বলেন, জি-৭ এর বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। তবে জি-৭ এর একজন প্রেসিডেন্টের বিষয়ে আমাদের অভিযোগ আছে। 

আমাজনের দাবানল নিয়ন্ত্রণে ব্রাজিলের প্রেসিডেন্ট 'মিথ্যাচার' করছেন বলে মন্তব্য করেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট।