• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে সৈয়দপুরে মশাল মিছিল

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২০  

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ও অবমাননার প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুর উপজেলায় বিক্ষোভ মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার(৯ ডিসেম্বর) রাত ৯ টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুর মোমিনের নেতৃত্বে মশাল মিছিলটি শহরের শহীদ স্মৃতি চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে মদিনা হোটেল মোড়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। 
সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজমল হোসেন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক ও সুরভী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোখলেছুর রহমান মিন্টু প্রমুখ। 
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন, স্বাধীনতা বিরোধী দুস্কৃতিকারী কর্তৃক কুষ্টিয়ায় জাতির জনক, স্বাধীনতার মহান নেতা, বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার ঘটনা নিছক কোন বিষয় নয়। এর মাধ্যমে স্বাধীন বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে স্বাধীনতার স্বপক্ষ শক্তিকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়া হয়েছে। আমরা এ চ্যালেঞ্জের মোকাবেলায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গড়া আধুনিক বাংলাদেশের সার্বিক উন্নয়নে সকল প্রকার সংগ্রামে অগ্র সৈনিক হিসেবে মাঠে অবস্থানের আছি।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে কোন প্রকার মৌলবাদী শক্তির উত্থান বরদাস্ত করা হবে না।