• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

বদরগঞ্জে প্রকৃতি থেকে ক্রমেই হারিয়ে যাচ্ছে শিমুলগাছ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২১  

একসময় শিমুলের লাল ফুল জানান দিত ফাগুনের আগমনি বার্তা। বদরগঞ্জসহ রংপুরের বিভিন্ন স্থানে দেখা মিলত শিমুলগাছ। তবে কালের পরিক্রমায় বিভিন্ন কারণে প্রকৃতি থেকে ক্রমেই হারিয়ে যাচ্ছে এ গাছ।

বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম জানান, নানা কারণে শিমুলগাছ কমছে। বর্তমানে শিমুলের চারা উত্পাদন, গাছ রোপণ এবং সংরক্ষণ জরুরি হয়ে পড়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম মোস্তফা মো. জোবাইদুর রহমান মামুন জানান, এখন আগের মতো শিমুলগাছ চোখে পড়ে না। ফলে এর চারা সংরক্ষণ জরুরি হয়ে পড়েছে।