• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

বরাদ্দকৃত সরকারি গাড়ি ফেরত দিলেন সেতুমন্ত্রী

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২০  

তৃতীয়বারের মতো সরকারিভাবে বরাদ্দ করা গাড়ি ফেরত দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার (২৯ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে নিজের নামে বরাদ্দকৃত গাড়িটি পরিবহন পুলে ফেরত দেন মন্ত্রী।  

বিষয়টি নিশ্চিত করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা আবু নাছের টিপু।

জানা গেছে, মন্ত্রীর অনুকূলে পরিবহন পুল থেকে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে টয়োটা করোলা হাইব্রিড মডেলের (ঢাকা মেট্রো-ড- ১১-১৮০২) গাড়িটি বরাদ্দ করা হয়। তবে তিনি গাড়িটি ব্যবহার করতেন না। এজন্য সেটি পরিবহন পুলে ফেরত দেয়া হয়েছে। 

এর আগেও পরিবহন পুল থেকে মন্ত্রীর অনুকূলে বরাদ্দ পাওয়ায় বিএমডব্লিউ (ঢাকা মেট্রো-ড-১১-১৯৪৭) এবং পদ্মসেতু নির্মাণ প্রকল্প পরিদর্শনের কাজে বরাদ্দ পাওয়া একটি জিপ (ঢাকা মেট্রো-ঘ -১৫-৮৩৪৮) গাড়ি ফেরত দিয়েছিলেন  ওবায়দুল কাদের।