• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

বাকৃবিতে ময়মনসিংহ মুক্ত দিবস পালিত ও র‌্যালি

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৮  

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সোমবার জাতীয় পতাকা উত্তোলন ও বিজয় র‌্যালির মাধ্যমে উৎসব মুখর পরিবেশে ময়মনসিংহ মুক্ত দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে বৃহত্তর ময়মনসিংহ শহর পাক-হানাদার মুক্ত হয়। বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটির আয়োজনে পালিত হলো এ বিজয় উৎসব।

সকাল ৯টায় জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে একটি বিজয় র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ মরণ সাগরে গিয়ে শেষ হয়। সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর এবং সহ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান। এ সময় আমরা মুক্তিযোদ্ধার সন্তান বাকৃবি প্রাতিষ্ঠানিক কমান্ড, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় স্কুল পুষ্পস্তবক অর্পন করে।

 

1.বাকৃবিতে ময়মনসিংহ মুক্ত দিবস পালিত

এ দিকে ময়মনসিংহ মুক্ত দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিতি ছিলো খুবই কম। শিক্ষক, শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের তেমন কাউকে উপস্থিত না দেখে দুঃখপ্রকাশ করেন উপাচার্য। উপাচার্য বলেন, আজকের এই সমাবেশে আমরা আনন্দঘন একটা মুহুর্ত উদযাপন করবো সেখানে এত কমসংখ্যক লোকের উপস্থিতি আসলে আমদের সবাইকে হতাশ করেছে। আমি আশা করব জাতীয় দিবসের দিনগুলোতে আমরা সবাই যেন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করি।