• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

বিএনপিকে রাজনীতির বাইরে রাখা উচিত: ইনু

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৮  

বিএনপিকে রাষ্ট্র ক্ষমতা ও রাজনীতির বাইরে রাখা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তিনি বলেন, জামায়াত, জঙ্গি ও সব খুনিদের ঠিকানা এখন বিএনপি। তাই বিএনপিকে রাষ্ট্র ক্ষমতা ও রাজনীতির বাইরে রাখা উচিত।

রোববার কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা চত্বরে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ স্মৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এ সময় তথ্যমন্ত্রী সকল মুক্তিযোদ্ধা, গণতন্ত্র ও অসাম্প্রদায়িক শক্তিকে দল-মত নির্বিশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মহাজোটের পক্ষ থেকে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান।

এ সময় জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপনসহ স্থানীয় জাসদ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে ও মজমপুর গেট সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক (ডিসি) মো. আসলাম হোসেন, জেলা পুলিশ সুপার (এসপি) এসএম তানভীর আরাফাত, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।