• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

বিজয় দিবস উদযাপন "এফডিসিতে"

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৮  

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতেই প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)। বাংলাদেশের অন্যান্য প্রতিষ্ঠানের মতো এখানেও যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস।

দিবসটি উপলক্ষে রোববার এফডিসিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা জানানো হচ্ছে। চলচ্চিত্রের মানুষেরা পরিচালক সমিতির সামনে নির্মিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান।

এদিন সকালে বিএফডিসির এমডি আমির হোসেনের নেতৃত্বে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় এফডিসিতে কর্মরত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

1.এফডিসিতে বিজয় দিবস উদযাপন

এর আগে রাতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চিত্রনায়ক জায়েদ খান, ইমন, জয় চৌধুরী, চিত্রনায়িকা অঞ্জনা, ড্যান্স ডিরেক্টর মাসুম বাবুল, আজিজ রেজা প্রমুখ।

এ ছাড়াও চলচ্চিত্র পরিচালক সমিতি, প্রযোজক সমিতি ছাড়াও চলচ্চিত্রের অনান্য সংগঠনগুলো যথাযথ মর্যাদার সঙ্গে এ দিনটি পালন করছেন।