• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

বিরল ও অনুকরণীয় দৃষ্টান্ত: এক প্রকল্পে সাশ্রয় ২৮৬ কোটি টাকা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২০  

একটি প্রকল্প থেকে এখন পর্যন্ত ২৮৬ কোটি টাকা সাশ্রয় করে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন সড়ক ও জনপথ বিভাগের (সওজ) দ্য ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজেস ইমপ্রুভমেন্ট প্রকল্পের কর্মকর্তারা। এই টাকায় তারা আরো ১০টি সেতু নির্মাণের প্রস্তাব দিয়েছেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জাপানের জাইকার অর্থায়নে এ প্রকল্পের আওতায় ৮১টি সেতু নির্মিত হচ্ছে। এ থেকে সাশ্রয় হওয়া ২৮৬ কোটি টাকা দিয়ে আরো ১০টি সেতু নির্মাণের জন্য গত সপ্তাহে সওজের প্রধান প্রকৌশলীর কার্যালয়ে একটি প্রস্তাব পাঠানো হয়েছে।

এ সংক্রান্ত প্রস্তাবটি অনুমোদনের জন্য জাইকার কাছেও আনুষ্ঠানিকভাবে পাঠাবে সওজ কর্তৃপক্ষ। এরই মধ্যে পুনর্নির্মাণের জন্য ১০টি সেতুও শনাক্ত করা হয়েছে।

বিভিন্ন প্রকল্পে ক্রয় প্রক্রিয়া নিয়ে নানা ধরনের নেতিবাচক সংবাদ প্রকাশ হচ্ছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এ ক্ষেত্রে সওজের এই প্রকল্পের অর্থ সাশ্রয়ের ঘটনা অত্যন্ত প্রশংসনীয় ও দৃষ্টান্ত স্থাপন করেছে।

গতকাল ভার্চুয়াল বৈঠকে এ প্রকল্প কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে ২৮৬ কোটি টাকা সাশ্রয়ের কথা জানান মন্ত্রী। এ সময় বৈঠকে সড়ক পরিবহন ও সেতু বিভাগের সচিব নজরুল ইসলাম ও সওজের প্রধান প্রকৌশলী কাজী শাহরিয়ার হোসেন অংশ নেন।