• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

বিরল প্রজাতির পাখি দেখতে উৎসুক জনতার ভিড়

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২০  

গাইবান্ধার সদর উপজেলায় তিন ফুট উচ্চতার বিরল প্রজাতির একটি পাখি উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় রামচন্দ্রপুর ইউপির তরফকাল গ্রাম থেকে পাখিটিকে উদ্ধার করা হয়। বিকেলে পাখিটিকে দেখতে পায় এলাকাবাসী। পরে পাখিটিকে আটক করে পুলিশে খবর দেয় তারা। এক নজরে দেখতে সদর থানায় ভিড় জমায় উৎসুক জনতা।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, ৩ ফুট উচ্চতা ও প্রায় ১০ কেজি ওজনের বিরল প্রজাতির এই প্রাণিটি ঈগল হতে পারে। তবে স্থানীয়দের অধিকাংশের মতে, এটি শকুন হতে পারে।

সদর থানার ওসি খাঁন মো. শাহারিয়ার জানান, পাখিটি কিছুটা অসুস্থ হয়ে পড়ায় উড়তে পারে নি। পরে উদ্ধার করে সদর থানায় এনে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। পাখিটিকে সুস্থ করতে প্রাণিসম্পদ বিভাগের পরামর্শে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

তিনি আরো জানান, পাখি উদ্ধারের বিষয়টি ঢাকা বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে জানানো হয়েছে। মঙ্গলবার সকালে দিনাজপুর জেলা বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা সদর থানায় এসে পাখিটিকে নিয়ে যাওয়ার কথা।