• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

বিরলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২০  

বিরলের ধামইর ইউপি’র কাশিডাঙ্গা (শাহাপাড়া) গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ-খবর নিতে সোমবার রাতেই ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রহমান। এ সময় তিনি ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) ও শুকনো খাবার বিতরণ করেন। 

সোমবার রাতে অগ্নিকাণ্ডে ঐ গ্রামের সূর্যকান্ত’র ছেলে বীরেন চন্দ্র ও ধীরেন চন্দ্র, যশরথ রায়ের ছেলে গোবিন্দ চন্দ্র, আশু চন্দ্র রায়ের ছেলে নীলা বাবু এবং মৃত পবিন চন্দ্র রায়ের ছেলে সনাতন চন্দ্র এর ৫ টি বাড়ীর আসবাবপত্রসহ সব জিনিসপত্র ভূস্মিভূত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে আনুমানিক প্রায় পৌণে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

পরদিন মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ হতে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর প্রত্যেককে ২ বান্ডিল ঢেউটিন ও নগদ টাকা প্রদান করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রেজাউল করিম ক্ষতিগ্রস্থ ৫ টি পরিবারকে উপকরণ ও নগদ টাকা তুলে দেন। এ সময় ধামইর ইউপি চেয়ারম্যান মোসলেম উদ্দীন ও পার্শ্ববর্তী মঙ্গলপুর ইউপি চেয়ারম্যান সেরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।