• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

বেরোবি উপাচার্যের রুটিন দায়িত্বে হাফিজুর রহমান

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২০  

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.নাজমুল আহসান কলিমউল্লাহ অনুপস্থিতিতে উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর ড.আর এম হাফিজুর রহমান। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মুস্তফা কামালের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। 

অফিস আদেশে বলা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.নাজমুল আহসান কলিমউল্লাহ ১৮ ফেব্রুয়ারি থেকে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত নেপাল সরকারের আমন্ত্রণে সরকারি সিদ্ধান্তে নেপাল সফরে থাকায় তার অনুপস্থিতিতে উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর ড.আর এম হাফিজুর রহমান। 

প্রফেসর ড. আর এম হাফিজুর রহমান বলেন, আমি আমার দায়িত্ব পালনকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ কিছু করবার চেষ্টা করবো।