• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

বেরোবি শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০১৯  

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর-এর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল এ পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ অক্টোবর ২০১৯) সন্ধ্যার পর শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল এ পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও। অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর তাঁর বক্তব্যে বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল এ প্রায়শ বিভিন্ন রকম অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে এবং হলটির শিক্ষার্থীবৃন্দ অত্যন্ত সুশৃঙ্খলভাবে এ সকল অনুষ্ঠানে অংশগ্রহণ ও উপভোগ করে থাকে। নিঃসন্দেহে এই শৃঙ্খলা বোধ প্রশংসনীয়। পরে তিনি এ ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য হলটির প্রভোস্টবডির শিক্ষকবৃন্দ এবং অন্যান্যদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল এর প্রভোস্ট প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এর প্রভোস্ট তাবিউর রহমান প্রধান ও শহীদ মুখতার ইলাহী হল এর প্রভোস্ট মোঃ শাহীনুর রহমান। এ সময় অন্যান্যদের মাঝে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল এর সহকারী প্রভোস্ট মোছাঃ আয়েশা ছিদ্দিকা, মোছাঃ নিশরাত জামান, ইমরানা বারী, ফারজানা জান্নাত তসি, মার্জিয়া সুলতানা, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের প্রভাষক ফাহিমুল কাদের সিদ্দিকী, পিএস টু ভিসি (উপ-রেজিস্ট্রার, একাডেমিক) মোঃ আমিনুর রহমান, জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, পিএ টু ভিসি আবুল কালাম আজাদসহ বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থী ছাড়াও হল এর অন্যান্য শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২০, ২১, ও ২২ অক্টোবরে অনুষ্ঠিত একক অভিনয়, গান, নাচ, লুডু, কেরাম, দাবাসহ বেশ কয়েকটি ইভেন্টে ফজিলাতুন্নেছা মুজিব হল এর শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করে। অনুষ্ঠানে ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।