• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

বেরোবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৯  

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হবে আগামী মঙ্গলবার (১৯ নভেম্বর)।

জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী প্রশাসক তাবিউর রহমান প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, ‘উত্তীর্ণ শিক্ষার্থীরা অনলাইনে চয়েস ফরম পূরণ করতে পারবেন আগামী ২৪ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত। উত্তীর্ণ শিক্ষার্থীদের ভাইভা ও ভর্তি অনুষ্ঠিত হবে যথাক্রমে ২ ডিসেম্বর (সোমবার) ও ৩ ডিসেম্বর (মঙ্গলবার)।

শূন্য আসনের বিপরীতে বিভাগ ভিত্তিক দ্বিতীয় তালিকা প্রকাশ হবে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর)।

উল্লেখ্য, গেল ১৪ নভেম্বর ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা শেষ হয়। এতে ১৩১৫টি আসনের বিপরীতে মোট ৭৭ হাজার ৭২৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশ নেয়। ভর্তি পরীক্ষার ফলসহ যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.brur.ac.bd) পাওয়া যাবে।