• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

বড়পুকুরিয়ায় ছয় ঘণ্টা কয়লা উত্তোলন বন্ধ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ নভেম্বর ২০১৯  

দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাখনির শ্রমিকরা কর্মবিরতি পালন করেছেন। সোমবার দুপুরে ১২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত নানা অভিযোগ এনে কর্মবিরতি পালন করেন তারা।

অভিযোগগুলো হচ্ছে- ঠিকাদারি প্রতিষ্ঠান এক্সএমসি ও সিএমসি কর্মরত শ্রমিকদের ওপর হয়রানি, জরিমানা ও ছাঁটাই।

বিষয়টি নিশ্চিত করে বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. রবিউল ইসলাম জানান, দীর্ঘ আন্দোলনের পর চলতি বছরের ১৪ জুলাই চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান এক্সএমসি ও সিএমসি’র বোর্ড রুমে ত্রি-পক্ষীয় চুক্তি সম্পাদিত হয়। এরইমধ্যে ওই চুক্তির শর্ত লঙ্ঘন করায় দুই শ্রমিককে ছাঁটাই করেছে প্রতিষ্ঠানটি। তারা হলেন-  ফুলবাড়ির বারোকোনা গ্রামের শাহিন ও মহেশপুর গ্রামের আলতাব হোসেন। এছাড়া দশ শ্রমিককে ১০হাজার টাকা করে জরিমানা করা হয়। তারা হলেন- পার্বতীপুরের তেলিপাড়া গ্রামের আরিফুল ইসলাম, আশরাফুল হক, পাতরাপাড়া গ্রামের মেরাজ উদ্দীন, দলাইকোটা গ্রামের রবিউল ইসলাম, আফতাবুর রহমান, শেরপুর গ্রামের মাহমুদুন নবী, ঢেরেরহাটের উজ্জল রায়, দূর্গাপুরের গঙ্গা চন্দ্র রায় ও ডাঙ্গাপাড়া গ্রামের নুর ইসলাম। তাছাড়া আরো শতাধিক শ্রমিককে ৫০০ থেকে ৮০০ টাকা করে জরিমানা করা হয়।

শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান অভিযোগ করেন, ঠিকাদারি প্রতিষ্ঠান শ্রমিকদের সঙ্গে সম্পাদিত চুক্তি বার বার লঙ্ঘন করে শ্রমিক অসন্তোষ সৃষ্টি করে। আমরা এর স্থায়ী সমাধান চাই। ছয় ঘণ্টা কর্মবিরতি পর বৈঠকে ঠিকাদারি প্রতিষ্ঠান সমস্যাগুলোর সমাধানের আশ্বাস দেয়। এতে কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।