• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ভারতীয় হাইকমিশনারের নীলফামারীর কালি মন্দির নির্মাণকাজ পরিদর্শন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০১৯  

নীলফামারীতে সনাতন হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠান আনন্দময়ী কালী মন্দিরের নির্মাণকাজ পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের  হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাশ। শনিবার সকাল ৯টায় দিকে পরিদর্শনে আসেন তিনি। ভারতীয় সরকারের অর্থায়নে এক কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ওই মন্দিরের নির্মাণ কাজ চলমান রয়েছে।

তিনি  নীলফামারী পৌঁছালে কালিবাড়ি মন্দির চত্বরে ফুলের শুভেচ্ছা জানান নীলফামারী সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নুর, মন্দির কমিটির সদস্য ও ভক্তরা। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হাফিজুল ইসলাম চৌধুরী, পুলিশ সুপার মুহাঃ আশরাফ হোসেন,মন্দির কমিটির সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অক্ষয় কুমার রায়, মন্দির কমিটির সাধারণ সম্পাদক তাপস কুমার সাহা ।

ভারতীয় হাইকমিশনার নির্মাণাধীন কালি মন্দির, নাগ মন্দির ও দুর্গা মন্দির, প্রশাসনিক ভবন এবং অতিথি ভবনের নির্মাণকাজ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি মন্দিরে প্রার্থনায় অংশ নেন।

উল্লেখ যে ২০১৭ সালের ২৩ অক্টোবর ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছিলেন।