• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ে বাংলাদেশকে সৌরভ গাঙ্গুলী`র অভিনন্দন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ নভেম্বর ২০১৯  

প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। রোববার দিল্লিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ৭ উইকেটে জয় পেয়েছে তারা।

এদিন ম্যাচ শেষে টাইগারদের অভিনন্দন জানিয়েছেন বিসিসিআইয়ের নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলী।

এক টুইট বার্তায় তিনি বলেন, ‘এমন কঠিন অবস্থায় এ ম্যাচটি খেলার জন্য উভয় দলকে ধন্যবাদ। সাবাশ বাংলাদেশ।'

ম্যাচের বেশ কয়েকদিন আগে থেকেই আলোচনায় ছিল দিল্লীর বায়ু দূষণ। কিন্তু বিসিসিআই সভাপতি জানিয়েছেন ম্যাচ নিয়ে সিদ্ধান্ত পরিবর্তনের জন্য অনেক দেরি হয়ে গেয়েছে। আশা করি কোনো বাধা ছাড়াই গড়াবে ম্যাচ।