• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ভূমিকম্প সচেতনতা বিষয়ক মহড়া জলঢাকায় অনুষ্ঠিত

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮  

নীলফামারী জলঢাকায় ভূমিকম্পের সাবধানতা, ভয়াবহতা ও সচেতনতা বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় , ইউ সি কাঁঠালি সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যাবস্থাপনা কমিটি ও উত্তর দেশিবাই গ্রাম উন্নয়ন কমিটির আয়োজনে মঙ্গলবার (২৭-নভেম্বর) সকালে এ মহড়া অনুষ্ঠিত হয়। এ বিশেষ মহড়ায় ভূমিকম্পের ঝুঁকি ও ভূমিকম্প পরবর্তী করণীয় নানা দিক তুলে ধরা হয়। জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালনের নানা কর্মসূচির অংশ হিসেবে এ মহড়ার আয়োজন করা হয়।পরে কাঁঠালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহমুদুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকন উল হাসান । আলোচনা সভায় বক্তব্য রাখেন ডাঃ হৃষিকেশ সরকার প্রোগ্রাম ইউনিট ম্যানেজার প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজিবুর রহমান । উল্লেখ্য প্ল্যানের সহযোগিতায় জেলা ও উপজেলা পর্যায়েও দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয় বলে জানান সংস্থার দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মসূচি সমন্বয়কারি রিয়াজুল ইসলাম।