• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

মহান বিজয় দিবস উদযাপন

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৮  

নীলফামারীতে মহান বিজয় দিবসে ৩১ বার তোপধ্বনি দিয়ে, স্মৃতি অম্লানে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা প্রসাশন, পুলিশ বিভাগ, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দল, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন।

ডিসি নাজিয়া শিরিন, এসপি আশরাফ হোসেন,পৌর মেয়র দেওয়ান কামাল আহাম্মেদসহ জেলার সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শেষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

পরে জেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯ টায় ডিসি নাজিয়া শিরিন ও এসপি আশরাফ হোসেন জাতীয় পতাকা তুলেন, সমাবেশ ও কুচকাওয়াজ পরিদর্শনের শেষে কুচকাওয়াজ দলের ছালাম গ্রহণ করেন। এ সময় স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের শারিরীক কসরত উপভোগ করেন। ছাত্র-ছাত্রী ছাড়াও পুলিশ ও আনছার বাহিনীর শারিরীক কসরত দেখানো হয়। এছাড়াও বিজয় দিবসে নানা কর্মসূচি পালনের উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসন।