• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

মাশরাফি তবে অধিনায়ক কোটায় খেলে!

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৮  

ক্রিকেটার নয়, কেবলমাত্র অধিনায়ক বলেই জাতীয় দলে খেলছেন মাশরাফি। এমন মন্তব্যই করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।।

২০১৫ বিশ্বকাপের পর থেকে দেশের তরুণ পেসারদের চেয়েও সবচেয়ে ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন অভিজ্ঞ পেসার মাশরাফি। এমনকি সবচেয়ে বেশি উইকেট শিকারি বোলারও তিনি। একই সঙ্গে ফিল্ডিংয়ে এখনও দলের সেরাদের একজন। অথচ সেই মাশরাফিকে নিয়ে এমন উদ্ভট মন্তব্যই করে বসেছেন দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার অভিভাবক।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্ট শেষে সংবাদ মাধ্যমের সামনে মাশরাফির অধিনায়ত্বের ভুয়সী প্রশংসা করেন পাপন। কিন্তু খেলোয়াড় মাশরাফিকে একেবারেই অবমূল্যায়ন করেন তিনি। পাপন বলেন, ‘ও কতদিন খেলবে ঠিক নিশ্চিত না। ওর যে শারীরিক অবস্থা, এখনো যে খেলছে এটাই তো অনেক। সে খেলোয়াড় হিসেবে খেলে না, আমাদের দলে অধিনায়ক হিসেবে খেলে। ওর অধিনায়কত্ব আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ওর মতো অধিনায়ক খুঁজে পাচ্ছি না, পাবও না মনে হয়। সেদিক দিয়ে চিন্তা করলে বড়জোর বিশ্বকাপের পর হয়তো অবসরে যাবে।’