• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

মিঠাপুকুরে অগ্নিদগ্ধ গৃহবধূ চিকিৎসাধীন থেকে মারা গেলেন

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৫ মে ২০১৯  

রংপুরের মিঠাপুকুর উপজেলায় অগ্নিদগ্ধ এক গৃহবধূ চারদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রবিবার সকালে তার মৃত্যু হয় । 

মৃত তন্বী অাক্তার (২২) মিঠাপুকুরের কাফরিখাল ইউনিয়নের যাদবপুরে গ্রামের ওয়াহেদুজ্জামানের স্ত্রী।

মিঠাপুকুর থানার ওসি জাফর আলী জানান, তন্বীর শরীরে আগুন দেওয়ার অভিযোগে তার স্বামীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার আসামি ওয়াহেদুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার রাতে তন্বীকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তার শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল। এ ঘটনায় মাকে বাঁচাতে গিয়ে তন্বীর তিন বছরের ছেলে তামিমও দগ্ধ হয়েছে। তাকে বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা যায়।

তন্বীর শাশুড়ি রওশন আরার দাবি, পারিবারিক কলহের জেরে তার ছেলের বৌ শরীরের ডিজেল দিয়ে আগুন দিয়েছে।

তন্বীর মা শাহনাজ জানান, ছয় বছর আগে তার মেয়ে পালিয়ে গিয়ে ওয়াহেদুজ্জামানকে বিয়ে করে। এরপর থেকে মেয়ের সঙ্গে তাদের কোনো যোগাযোগ ছিলো না।