• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

মেসির গতি অবিশ্বাস্য- লিভারপুল অধিনায়ক

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ মে ২০২০  

বার্সেলোনার আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর লিওনেল মেসিকে টেলিভিশনের পর্দায় যতটুকু দেখা, তিনি তার চেয়ে অনেক বড় মাপের ফুটবলার। তার গতি মারাত্মক। দক্ষতাও অবিশ্বাস্য! এমনটাই মনে করেন লিভারপুলের অধিনায়ক জর্ডান হেন্ডারসন। 

চ্যাম্পিয়ন্স লিগে গত বার বার্সার কাছে প্রথম লেগে ০-৩ হারের কথা ভুলতে পারেননি হেন্ডারসন। সেই ম্যাচে মেসি-জাদুর কথা ভাবলে এখনো বিস্মিত হন তিনি। জোড়া গোল করেছিলেন সময়ের অন্যতম সেরা ফুটবলার। যার মধ্য দিয়ে বার্সায় ৬০০ গোল করার মাইলফলকে স্পর্শ করেছিলেন মেসি। 

তার ফ্রি-কিক দেখে কার্যত বাকরুদ্ধ হয়ে যান হেন্ডারসন। যার স্মৃতিচারণ করে লিভারপুল অধিনায়ক বলেন, ওই ম্যাচেই প্রথম মেসির বিরুদ্ধে খেলি। সামনাসামনি কখনোই মনে হবে না বিশাল কাউকে দেখছি। কিন্তু খেলা শুরু হলেই বোঝা যায়, ও একেবারে অন্যরকম ভাবে ফুটবলটা খেলে। টিভিতে আমরা যেমনটা দেখি, মোটেও ও সে রকম নয়। তার চেয়েও বেশি কিছু। তা ছাড়া কী মারাত্মক গতি! 

তিনি আরো বলেন, ওই ফ্রি-কিকটার কথা ভাবলে এখনো বিশ্বাস হয় না যে শটটা থেকে গোল হয়েছিলো!