• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

যথা সময়েই চালু হবে ই-পাসপোর্ট: বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২০ আগস্ট ২০১৯  

রাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ই-পাসপোর্ট (ইলেকট্রনিক পাসপোর্ট) চালু করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে। যথা সময়েই ই-পাসপোর্ট ব্যবস্থা চালু করা হবে।

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে রোববার বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়ের সময় মন্ত্রী এ কথা বলেন। সোমবার ঢাকায় প্রাপ্ত এক বার্তায় এ কথা জানানো হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশে সুশাসন নিশ্চিত করেছে এবং ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করছে।

তিনি বলেন, সরকার বৈধ পথে রেমিটেন্স প্রেরণকারীদের জন্য আরো সুবিধা বাড়ানোর ব্যাপারে বিবেচনা করছে।

বাংলাদেশে প্রবাসীদের আরো বিনিয়োগের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাধারণ মানুষের সুরক্ষা ও তাদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় পরিষেবা পৌঁছে দেয়ার জন্য কাজ করে যাচ্ছে।

এ সময় ইমিগ্রেশন ও পাসপোর্ট বিভাগের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল এম. সোহায়েল হোসেন খানসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।