• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

যারা হাত পেতে চাইতে পারে না তারা যেন সাহায্য পায়- প্রধানমন্ত্রী

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২০  

যারা সংকোচে লজ্জায় ত্রাণ চাইতে পারেন না তাদের প্রতি খেয়াল রাখতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘যারা হাত পেতে চাইতে পারে না তারা যেন সাহায্য পায়।'

মঙ্গলবার সরকারি বাসভবন গণভবন থেকে চট্টগ্রাম ও সিলেট বিভাগের মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন। ভিডিও কনফারেন্সে চট্টগ্রাম জেলা প্রশাসনের কার্যালয় থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল।

নওফেলের কথা শেষ হওয়া পর প্রধানমন্ত্রী জেলা প্রশাসক সহ সবার উদ্দেশে বলেন, ‘অনেকেতো হাত পেয়ে যাহায্য চাইতে পারবে না। তারা যেন সাহায্যটা পায় এটা একটু দেখবেন।’

এর আগে এলাকার সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মুহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, ‘এখানের ১২ আউলিয়ার পূর্ণভূমি, এর আশেপাশে এলাকার মানুষ বিত্তশালী। সিটি করপোরেশন, জেলা প্রশাসকসহ সকলের সঙ্গে সমন্বয় করে রাজনৈতিক নেতাকর্মী ত্রাণ পৌঁছে দিচ্ছেন। ’

নওফেল আরও বলেন, ‘যে দুজন করোনা রোগী ধরা পড়েছে তারা আমার সংসদীয় আসনের। রোগীর সঙ্গে সম্পৃক্ত পাঁচটি যায়গা এরই মধ্যে লকডাইন করা হয়েছে। আমরা সমন্বিত ভাবে কাজ করছি।’

করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে দেশব্যাপী চলমান কার্যক্রমে সমন্বয় করতে এই কনফারেন্সের আয়োজন করা হয়। পরবর্তীতে পর্যায়ক্রমে দেশের অন্য সকল বিভাগের জেলাসমূহের মাঠ পর্যায়ের কর্মকর্তাদেও সঙ্গেও ভিডিও কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী।