• শনিবার ১১ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৮ ১৪৩১

  • || ০২ জ্বিলকদ ১৪৪৫

রংপুর জেলা ইজতেমায় জুমার নামাজে লাখো মানুষের ঢল

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ নভেম্বর ২০১৯  

রংপুর জেলার পায়রাবন্দে ঘাঘট নদীর কোল ঘেষে তিন দিনব্যাপী শুরু হওয়া ইজতেমায় জুমার নামাজে তিন লাখ মুসল্লি এক সঙ্গে নামাজ আদায় করেছেন। এতে ইমামতি করেন মাওলানা ইউসুফ আলী।

এ ইজতেমার দ্বিতীয় দিন ছিলো আজ। জুমার নামাজ শুক্রবার (৮ নভেম্বর) দুপুর দুইটায় শুরু হবার কথা থাকলেও সকাল ১১টা থেকেই ইজতেমা মাঠে মুসল্লিদের ঢল নামে।

এখানে নির্ধারিত ১৫০টি কাতারের ব্যবস্থা থাকলেও মুসল্লির নামাজের স্থান সংকুলান না হওয়ায় আরো অন্তত ৫০টি কাতার করা হয়। এতে রংপুর বিভাগের আট জেলা ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে আসা মানুষ অংশ নেন। এসময় মিঠাপুকুরের পায়রাবন্দ ইসলামপুর সড়কসহ রংপুর-ঢাকা মহাসড়কে বিশাল লম্বা যানজট তৈরি হয়ে যায়।

জুমার নামাজ শেষে মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর হেদায়েত ও শান্তি কামনা করা হয়।

কুড়িগ্রামের ফুলবাড়ি থেকে আসা জাহাঙ্গীর বলেন, ‘গত বছরও রংপুরের ইজতেমায় জুমার নামাজ পড়েছি। এবারও লাখ লাখ মানুষের সঙ্গে নামাজ আদায় করলাম। খুবই ভালো লাগছে। এটা আল্লাহর রহমত আর আমার সৌভাগ্য।’

এদিকে, জুমার নামাজকে ঘিরে ইজতেমা মাঠের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। মাঠের বিভিন্ন স্থানে বসানো হয় সিসি ক্যামেরা।

শনিবার (৯ নভেম্বর) সকাল ১১টায় আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এবারও ইজতেমায় ইসলামী শরীয়াহ্ মোতাবেক যৌতুকবিহীন কয়েকজনের বিবাহ সম্পন্ন হবে।