• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

রংপুর রেলের বিশাল জীবন্ত ৬টি গাছকে মরা গাছ দেখিয়ে বিক্রির অভিযোগ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৯  

বন বিভাগের অনুমতি ছাড়াই রংপুর রেলওয়ে বিভাগ মরা গাছ দেখিয়ে বিশাল জীবন্ত গাছ বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে ।

মঙ্গলবার নগরীর হেলাল জুটমিল এলাকায় রেলের এই গাছগুলো কাটতে দেখা যায়।  

রংপুর ও মিরবাগ স্টেশনের জায়গায় বিশাল ৬টি গাছকে মরা উল্লেখ করে এক মাস আগে দিনাজপুর রেলওয়ে কর্তৃপক্ষ কোটেশনের মাধ্যমে ৩৬ হাজার টাকায় বিক্রি করে। গাছগুলো কিনেন রংপুরের গাছ ব্যবসায়ী মিলন মিয়া। গাছগুলোর মধ্যে রয়েছে শিমুল ও রেইনট্রি। এই গাছগুলো এখন কাটছে সাব-কন্ট্রাক্ট নেয়া রফিকুল ইসলাম।

রফিকুল ইসলাম জানান, তিন হাত বদলের পর তিনি ১ লাখ ২০ হাজার টাকায় গাছগুলো কিনেছেন।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, প্রথমে কোটেশনের মাধ্যমে গাছগুলো কিনে নেন মিলন নামে এক ব্যক্তি। মিলনের হাত থেকে গেছে ইব্রাহিমের কাছে। সব শেষ কিনে নেন রফিকুল ইসলাম।

সরেজমিনে দেখা গেছে, বিশাল ৪টি শিমুল গাছের মধ্যে ২টি জীবন্ত রয়েছে। বাকি দুটি মরা।

রেলওয়ে বিভাগ স্বীকার করেছে মিরবাগ রেলওয়ে স্টেশনের জায়গায় থাকা ২টি রেইনট্রি গাছ জীবন্ত রয়েছে। গাছগুলো রয়েছে রেললাইন থেকে কমপক্ষে ৫০ মিটার দূরে। যা ঝুঁকির মধ্যে পড়ে না।

এ ব্যাপারে রংপুর রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট মোজাম্মেল হক জানান, রংপুরের গাছগুলো দিনাজপুর রেল কর্তৃপক্ষের। বিষয়টি তারাই ভালো বলতে পারবে।

দিনাজপুর রেলওয়ে এজিএনডিজিপি প্রদীপ কুমার রায় বলেন, ট্রেন চলাচলের সমস্যার কারণে ৬টি মরা গাছ কোটেশনের মাধ্যমে বিক্রি হয়েছে। বন বিভাগের অনুমতি প্রসঙ্গে তিনি বলেন, রেল বিভাগের ক্ষেত্রে গাছ বিক্রির বিষয়ে কারো অনুমতির প্রয়োজন নেই।

এ ব্যাপারে রংপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, বন বিভাগের অনুমতি না নিয়েই রেলওয়ে বিভাগ গাছগুলো বিক্রি করেছে, যা অন্যায়।