• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

‘রংপুরে ডেঙ্গু রোগীদের জন্য প্রস্তুত তিন শতাধিক বেড’

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৭ আগস্ট ২০১৯  

ঈদের পরও ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য তিন শতাধিক বেড প্রস্তত থাকবে বলে জানিয়েছেন রংপুর বিভাগীয় কমিশনার তরিকুল ইসলাম।

বুধবার বিকেলে বিভাগীয় কমিশনারের হল রুমে জেলার ক্লিনিক মালিক সমিতির সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

তিনি বলেন, ঈদের ছুটিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসক শূন্য থাকবে না। এ হাসপাতাল ছাড়াও বেসরকারি প্রাইম মেডিকেল কলেজ ও কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসা জন্য ৩০০ বেড প্রস্তত আছে। এছাড়া বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা সেবা দিতে বেড প্রস্তত রাখা হয়েছে। সরকারি হাসপাতালের চিকিৎসকদের ছুটি বাতিল করা হয়েছে। এছাড়া সরকার দেশের প্রতিটি জেলার সিভিল সার্জনদের স্থানীয়ভাবে কিট সংগ্রহ করতে ১০ লাখ করে টাকা বরাদ্দ দিয়েছে। এতে চিকিৎসার কোনো ক্রুটি হবে না।

সভায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুলতান আহামেদ জানান, হাসপাতালের জন্য সরকারিভাবে এখনো কোনো কিট পাওয়া যায়নি।

তিনি আরো জানান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার পর্যন্ত ১৯০ ডেঙ্গু রোগী ভর্তি হন। এদের মধ্যে ১০৯ জন চিকিৎসা সেবা নিয়ে বাড়ি ফিরেছেন। হাসপাতালে ৮০ ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে চার শিশু, ১১ নারী, ৬৪ পুরুষ রয়েছেন।

হাসপাতালে ডেঙ্গু রোগী শিশু রিয়ানা সম্পর্কে তিনি জানান, রিয়ানাকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রিয়ানার ডেঙ্গু জ্বরের পাশাপাশি শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগ ছিল।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগী স্বাস্থ্য পরিচালক জাকির আহামেদ, রংপুরের সিভিল সার্জন হিম্বর কুমার রায়, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ নূর ইসলাম, রংপুরের ডিসি আসিব আহসানসহ ক্লিনিক মালিক সমিতির নেতারা।