• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

রংপুরে তিন ছিনতাইকারী আটক

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২০  

রংপুরের মিঠাপুকুরে ছিনতাই করার সময় তিন ছিনতাইকারীকে হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। মঙ্গলবার রাত ১০টার দিকে রাণীপুকুরের এরশাদমোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আরো চারজন ছিনতাইকারী পালিয়ে যায়।
 
আটকরা হলেন, রাণীপুকুর ইউপির ভক্তিপুর গ্রামের আজিজুল মিয়ার ছেলে আব্দুল কাদের জিলানী, কৃষ্ণপুর গ্রামের লবণ ব্যবসায়ী নূর ইসলামের ছেলে মনিরুজ্জামান ও রংপুর শেকপাড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে খোকা বাবু।

জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় ফিরছিলেন এরশাদমোড়ের জুতা ব্যবসায়ী সুজন মিয়া। রুপসী পূর্বপাড়া গ্রাম এলাকায় পৌঁছা মাত্র প্রচণ্ড কুয়াশায় অন্ধকারের সুযোগ নিয়ে একটি ছিনতাইকারী দল সুজনের ওপর আক্রমণ করে। এ সময় তার কাছে থাকা ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীর সদস্যরা। সুজনের চিৎকার শুনে আশ-পাশের লোকজন ছুটে এসে তিন ছিনতাইকারীকে আটক করে। এ সময় ছিনতাইয়ের সঙ্গে জড়িত আরো চারজন পালিয়ে যায়। খবর পেয়ে মিঠাপুকুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে ওই তিন ছিনতাইকারীকে আটক করে থানায় নিয়ে যায়। 

মিঠাপুকুর থানার এসআই জয়নাল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ছিনতাইয়ের অভিযোগে তিনজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।