• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

রংপুরে নকলে সহযোগিতা করায় শিক্ষককে কারাদণ্ড

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২০  

রংপুরের কাউনিয়ায় এসএসসি পরীক্ষায় নকলে সহযোগিতা করায় এক শিক্ষককে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত হুমায়ুন কবীর পল্টু ওই উপজেলার হারাগাছের আলেফ উদ্দিন সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

বৃহস্পতিবার দুপুরে তাকে কারাদণ্ড দেন কাউনিয়ার ইউএনও উলফৎ আরা বেগম।

ইউএনও জানান, বৃহস্পতিবার পরীক্ষা কেন্দ্রে ওই শিক্ষকের কোনো দায়িত্ব ছিল না। তিনি অনৈতিকভাবে মোবাইল নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করে নিজ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের নকলে সহযোগিতা করছিলেন। ওই সময় তাকে হাতেনাতে আটক করে কারাদণ্ড দেয়া হয়েছে। এ ঘটনায় কেন্দ্র সচিবের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হয়েছে।