• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

লবণের দাম বৃদ্ধির গুজব ঠেকাতে বীরগঞ্জে ৭ ব্যবসায়ীকে জরিমানা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৯  

দিনাজপুরের বীরগঞ্জে সোমবার দুপুরের পর থেকেই পৌর শহরের আশেপাশের এলাকাগুলোয় লবণের দাম বৃদ্ধির গুজব ঠেকাতে বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭ ব্যবসায়ীর নিকট ৮০ হাজার টাকা জরিমানা। 

বীরগঞ্জ উপজেলার বিভিন্ন হাট-বাজারের লবণের দাম বৃদ্ধির গুজব ছড়ানোর অভিযোগ পাওয়ার সাথে সাথে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়ামিন হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রমিজ আলম এর নেতৃত্বে ও বীরগঞ্জ পুলিশ প্রশাসনের সহযোগিতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে বীরগঞ্জ পৌরশহরের জননী ষ্টোরের মালিক মোঃ হাফিজুল ইসলাম ১০ হাজার, দৈনিক বাজারের মোঃ ফারুক ১০ হাজার, মোঃ নুরুল ১০ হাজার, মরিচা ইউনিয়নের ভোবানীপুর ডাঙ্গারহাট বাজারের মোঃ ফিরাজুল ইসলাম ২০ হাজার, গোলাপগঞ্জ বাজারের মোঃ শাহজাহান মন্ডল ১০ হাজার, শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ি বাজারের মোঃ মোতালেব ১০ হাজার ও মোহনপুর ইউনিয়নের ভুল্লীরহাট বাজারের মোঃ জাহাঙ্গীর হোসেন ১০ হাজার টাকাসহ ৭ ব্যবসায়ীকে ভোক্তা আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, উপজেলার বেশকিছু অসাধু ব্যবসায়ী মজুতের উদ্দেশ্যে অতিরিক্ত লবণ কেনেন।

এসময় গোয়েন্দা সংস্থা ও স্থানীয় লোকজনের কাছে গুজবের সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালিত করা হয়। ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, দেশে লবণের সংকট নেই গুজবে কান দিবেন না।