• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

`লবণের যথেষ্ট মজুদ রয়েছে, দাম বাড়ানো ব্যবসায়ীদের জেলে দিন`

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৯  

সারাদেশে লবণের যথেষ্ট মজুদ রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তাই দাম বাড়ানো ব্যবসায়ীদের জেল-জরিমানা করার নির্দেশ দেন তিনি।

মঙ্গলবার বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ নির্দেশ দেন।

এ সময় পাশে উপস্থিত ঢাকা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক বাবলু কুমার সাহাকে বাজার মনিটরিং করার নির্দেশনা দেন। তাকে উদ্দেশ করে বাণিজ্যমন্ত্রী বলেন, লবণের বিষয়ে আমার নির্দেশ- বাজার মনিটর করেন। যাকে জেল দেয়ার দরকার দেন, যাকে জরিমানা করা দরকার করেন। বাজারে দামটা যেন ঠিক থাকে।

টিপু মুনশি বলেন, লবণের বিষয়ে ব্যবসায়ীরা অবাস্তব সুযোগ নিচ্ছে, শুধু একটা গুজব ছড়িয়ে। এ বিষয়ে আমি খবর নিয়েছি। লবণ চাষীদের সুবিধার্থে সরকার ইমপোর্ট বন্ধ রেখেছে। তারপরেও লবণের দাম বাড়ার কোনো কারণ নেই। 

মন্ত্রী বলেন, দেশে প্রতি মাসে লবণের চাহিদা থাকে কম-বেশি ১ লাখ মেট্রিক টন। আর বর্তমানে সাড়ে ৬ লাখ মেট্রিক টনেরও বেশি লবণ মজুদ রয়েছে। সে হিসাবে লবণের কোনো সংকট হওয়ার প্রশ্নই ওঠে না।