• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

লালমনিরহাটে সকল প্রকার যানবাহন প্রবেশ ও বহির্গমন বন্ধ ঘোষণা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২০  

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় লালমনিরহাট জেলায় সকল প্রকার যানবাহন প্রবেশ ও বহির্গমন বন্ধ ঘোষণা করা হয়েছে। লালমনিরহাটে সকল প্রবেশ এবং বহির্গমন দ্বারগুলোতে চেকপোস্ট স্থাপনের জন্য লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর গতকাল বুধবার সকালে চিঠি ইস্যু করে সাধারণের জন্য এক আদেশ জারি করেন।

আদেশে বলা হয়েছে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকান, কৃষিপণ্য ও যন্ত্রপাতির দোকান সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়া ওষুধের দোকান, হাসপাতাল ও ক্লিনিক সারাদিন খোলা থাকবে।

এসব প্রতিষ্ঠানকে সামাজিক দূরত্ব বজায় রেখে পরিচালনা করতে বলা হয়েছে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দেয়া হয়েছে ওই গণবিজ্ঞপ্তিতে।

লালমনিরহাট জেলা প্রশাসক  আবু জাফর বলেন, জনস্বার্থে বুধবার সকাল থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। সামাজিক দূরত্ব বজায় ও স্বাস্থ্যবিধি মেনে করোনাভাইরাস সংক্রামণ প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহŸান জানান তিনি।