• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শতভাগ বিদ্যুতায়নের আওতায় এলো জলঢাকা উপজেলা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২০  

নীলফামারীর জলঢাকা উপজেলাকে পল্লী বিদ্যুতের আওতায় শতভাগ বিদ্যুতায়ন এর উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে জলঢাকা উপজেলাসহ দেশের ২৩টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেন।

উদ্বোধনকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নীলফামারী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ সংযুক্ত ছিল।  

এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা, নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) সুলতান নাছিমুল হক। অতিরিক্ত পুলিশ সুপার এবিএম আতিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আজাহারুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর্জা মুরাদ হাসান বেগ, সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ প্রমুখ।