• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সাউথ আফ্রিকা সফরে বাংলাদেশ ‘এ’ নারী ক্রিকেট দল

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২১ জুলাই ২০১৯  

শনিবার রাতে সাউথ আফ্রিকা সফরে গেছে বাংলাদেশ ‘এ’ নারী ক্রিকেট দল। দুই সপ্তাহের সফরে টিম টাইগ্রেসের বিপক্ষে খেলবে প্রোটিয়াদের ‘এ’ দল। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশের নারী ক্রিকেটাররা।

১৪ সদস্যের স্কোয়াডে আছে জাতীয় দলের ৮ ক্রিকেটার। বাকি ৫ ক্রিকেটার সালমা খাতুন, রুমানা আহমেদ, শামিমা সুলতানা, লতা মন্ডল, আয়শা রহমান শুকতারা প্রস্তুতির অংশ হিসেবে ‘এ’ দলের সঙ্গেই থাকবেন সাউথ আফ্রিকায়। যাচ্ছেন না কেবল পেস অলরাউন্ডার জাহানারা আলম।

সেপ্টেম্বরে স্কটল্যান্ডে টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব থাকায় দলের পাঁচ সিনিয়র ক্রিকেটারকে অনুশীলনের মধ্যে রাখবে বিসিবি। তারা থাকবেন ‘এ’ দলের ছায়ায়।

বাংলাদেশ ‘এ’ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), শারমিন সুলতানা, মুর্শিদা খাতুন হ্যাপি, সোবহানা মোস্তারি, খাদিজাতুল কুবরা, ফাহিমা খাতুন, সুরাইয়া আজমিন ছন্দা, শায়লা শারমিন, ফারিহা ইসলাম তৃঞ্চা, রিতু মনি, সানজিদা ইসলাম, নুজহাত তাসনিয়া, শারমিন আক্তার সুপ্তা।

সিরিজের সূচি
২৩ জুলাই: প্রথম ওয়ানডে
২৫ জুলাই: দ্বিতীয় ওয়ানডে
২৮ জুলাই: তৃতীয় ওয়ানডে

৩১ জুলাই: প্রথম টি-টুয়েন্টি
০১ আগস্ট: দ্বিতীয় টি-টুয়েন্টি
০৪ আগস্ট: তৃতীয় টি-টুয়েন্টি