• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

সামাজিক দুরত্ব নিশ্চিত নীলফামারী পৌরসভা মেয়রের মাস্ক বিতরণ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ এপ্রিল ২০২১  

করোনার তৃতীয় ঢেউ ঠেকাতে লকডাউনে সামাজিক দুরত্ব নিশ্চিত ও মাস্ক ব্যবহারে সচেতনতা আরো বৃদ্ধির জন্য নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে।

রবিবার(৪ এপ্রিল/২০২১) শহরের বিভিন্ন স্থানে সকাল থেকে দুপুর পর্যন্ত মাস্ক বিহিন পথচারীদের মাঝে মাস্ক পড়িয়ে দেন তিনি। এসময় শহরের পিটিআই মোড়, বাটারমোড়, বঙ্গবন্ধু চত্বরসহ বিভিন্ন এলাকায় মাস্ক বিতরণ করেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। 

নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ জানান, আমাদের অসচেতনতার কারণে দেশে আবারো করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। যার কারণে বাধ্য হয়ে সরকার লকডাউন ঘোষণা করেছে। গত কয়েকদিনে জেলার করোনা রোগীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। আমরা যদি নিয়ম না মানি তাহলে সংক্রমণের হার কমানো যাবে না।আমি আহবান জানাবো যাতে সবাই সামাজিক দুরত্ব নিশ্চিত করি, মাস্ক ব্যবহার করি এবং স্বাস্থ্য বিধি মেনে চলি।

মাস্ক বিতরণে পৌরসভার সচিব মশিউর রহমান, নির্বাহী প্রকৌশলী তারিক রেজা, সহকারী প্রকৌশলী হামিদুর রহমান, কাউন্সিলর আনিছুর রহমান, শিরিন নুর রিক্তা, স্যানিটারী ইন্সপেক্টর মরতুজ আলী, অফিস সহকারী রানা ইসলাম, সুজন প্রধান উপস্থিত ছিলেন।