• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সেনাবাহিনীতে চাকুরীর নামে প্রতারণা: আটক ১

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২০  

সেনাবাহিনীতে ভর্তিচ্ছুদের চাকুরীর প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে শেখ আব্দুল মজিদ (৫৫) নামের এক প্রতারককে আটক করেছে রংপুর র‌্যাব-১৩। বৃহস্পতিবার রংপুর র‌্যাব-১৩ মিডিয়া অফিসার এএসপি মেজর খন্দকার গোলাম মোর্ত্তূজা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

আটককৃত শেখ আব্দুল মজিদ নীলফামারীর জলঢাকার বাসওয়াপাড়ার মৃত আনসার আলীর ছেলে। এসময় তার কাছ থেকে ভুয়া নিয়োগপত্র, ব্যবহৃত মোবাইল ও সিম উদ্ধার করা হয়েছে। এদিকে অভিযানের সময় কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এই চক্রের আরেক সক্রিয় সদস্য আব্দুল আহাদ ওরফে ভোদা (৫৮)। সে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার উচাবাদি গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল মজিদ তার কর্মকাণ্ডের কথা স্বীকার করেছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। দীর্ঘদিন ধরে সেনাবাহিনীর বিভিন্ন নিয়োগের সময় ভর্তিচ্ছুদেরকে চাকুরী দেওয়ার প্রলোভন দিয়ে প্রতারণার মাধ্যমে আব্দুল মজিদ ও তার সহযোগীরা অর্থ আত্মসাৎ করে আসছে।